মিল্ক ভিটা’র ৪২তম বার্ষিক সাধারণ সভা-২০২২ অনুষ্ঠিত

 প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২২, ০৫:১৯ অপরাহ্ন   |   প্রেসরিলিজ

মিল্ক ভিটা’র  ৪২তম বার্ষিক সাধারণ সভা-২০২২ অনুষ্ঠিত

আজ ০৪ ডিসেম্বর, ২০২২ তারিখ মিল্ক ভিটা প্রধান কার্যালয়ে ৪২তম বার্ষিক সাধারণ সভা-২০২২ অনুষ্ঠিত হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার’এর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়  প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, এমপি প্রধান অতিথি, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব  মোঃ মশিউর রহমান এনডিসি এবং সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক ড. তরুণ কান্তি শিকদার সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিল্ক ভিটার  চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপু।


বার্ষিক সাধারণ সভায় মিল্ক ভিটার ব্যবস্থাপনা পরিচালক (যুগ্ম-সচিব) দীপংকর মন্ডল প্রতিষ্ঠানের ২০২২-২০২৩ অর্থ বছরে রাজস্ব বাজেটে মোট আয় ৪৭৬০৭.২৩ লক্ষ টাকা এবং মোট ব্যয় ৪৬৮২৩.৮৩ লক্ষ টাকা, ফলে রাজস্ব বাজেটে উদ্বৃত্ত ৭৮৩.৪০ লক্ষ টাকা ধরা হয়েছে। ২০২২-২০২৩ অর্থ বছরে প্রস্তাবিত মূলধন বাজেটে মোট তহবিল ১০৭৪.৭৬ লক্ষ টাকা এবং মোট বিনিয়োগ ১০৭৪.৭৬ লক্ষ টাকা ধরা হয়েছে, যা অদ্যকার বার্ষিক সাধারণ সভায় অনুমোদন করা হয় ।




প্রেসরিলিজ এর আরও খবর: